“লাল সন্ত্রাস: সিরাজ সিকদার ও সর্বহারা রাজনীতি” বইটি সম্পর্কে কিছু কথাঃ
লাল সন্ত্রাস: সিরাজ সিকদার ও সর্বহারা রাজনীতি – এই বইটি সিরাজ সিকদার এবং তাঁর নেতৃত্বে পূর্ব বাংলার সর্বহারা পার্টির ওপর ভিত্তি করে রচিত হয়েছে। সত্তরের দশকের শুরুতে বাংলাদেশে ঘটে যাওয়া এক প্রচণ্ড ঝড়ো হাওয়ার সময়কালকে তুলে ধরেছে এই গ্রন্থ। সিরাজ সিকদার, যিনি তাঁর যুগের এক আলোচিত চরিত্র ছিলেন, তরুণদের বিপ্লবী মনোজগতে সাড়া জাগাতে পেরেছিলেন। তাঁর নেতৃত্বে পূর্ব বাংলার সর্বহারা পার্টি তরুণদের সশস্ত্র ধারার রাজনীতিতে আকৃষ্ট করে।
বাংলাদেশের রাজনীতির ইতিহাসের নিরীক্ষা করতে হলে সিরাজ সিকদার এবং সর্বহারা পার্টির প্রসঙ্গ অনিবার্যভাবে উঠে আসে। কারও কাছে তাঁরা বিপ্লবী, আবার কারও চোখে তাঁরা সন্ত্রাসী। লেখকের “লাল সন্ত্রাস: সিরাজ সিকদার ও সর্বহারা রাজনীতি” বইটি এই প্রসঙ্গে অন্তরঙ্গ বিবরণ নিয়ে আসে, যা পাঠককে পাঁচ দশক পেছনে নিয়ে যাবে এবং ঐ সময়ের রাজনীতির ভিন্নধারা তুলে ধরবে।
মহিউদ্দিন আহমদ এবং তাঁর বইসমূহ
সাম্প্রতিক সময়ে প্রকাশিত মহিউদ্দিন আহমদের বই ‘এক-এগারো’ তার পূর্বে প্রকাশিত বইগুলোর মতোই পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর লেখা গবেষণামূলক গ্রন্থগুলোতে রয়েছে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ এবং অনুসন্ধানী তথ্য, যা পাঠকদের রাজনীতি ও রাজনৈতিক দল সম্পর্কে গভীরভাবে বুঝতে সহায়তা করে।
তার বই সমগ্রের মধ্যে রয়েছে ‘বাঙালির জাপান আবিষ্কার’, ‘ইতিহাসের যাত্রী’, ‘রাজনীতির অমীমাংসিত গদ্য’, ‘জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি’, ‘বিএনপি: সময়-অসময়’, ‘আওয়ামীলীগের উত্থানপর্ব: ১৯৪৮-১৯৭০’, ‘আওয়ামীলীগ: যুদ্ধদিনের কথা’, ‘এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল’, ‘আলোকিত মানুষ’, ‘এ্যালান পো’র শ্রেষ্ঠ গল্প’, ‘বোমা বন্দুকের চোরাবাজার’, ‘Seoul Diary’, ‘Elegy and Dream’ সহ আরও অনেকগুলো বই।