পদ্মজা উপন্যাসের কিছু লাইন অদ্ভুত ভাবে মুগ্ধ করে-
*তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না!
*তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আমি আবারও তোমার পিছু নিবো!
*আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী।
আমি ধ্বংস, তুমি সৃষ্টি।
আমি পাপ, তুমি পবিত্র।
এতো অমিলে কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছড়িয়েছিলে ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিলনা?
*তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তোলে। মনে হয় মাথার ভিতর পোকারা কিলবিল করছে!
*আমার আঁধার জীবনের জোনাকি, সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা সুযোগ দেয়া হয়। এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয়। পৃথিবীর বুকে তো জায়গা, সম্পদের অভাব নেই। আরেকটা জীবন কি পেতে পারি না? তখন আমি কঠিন পরীক্ষা দেবো।তোমাকে পেতে আগুনের উপর দিয়ে হাঁটবো, ভাঙ্গা কাঁচের ধারে পা ছিন্নভিন্ন করে হলেও তোমাকে জিতে নেবো!
ইলমা বেহরোজ
ইলমা বেহরোজ, ডাকনাম ইলমা, জন্মগ্রহণ করেন ২০০৩ সালের ১৮ জুলাই নেত্রকোনায়। তবে তার বেড়ে ওঠা সিলেটে। ছোটবেলা থেকেই গল্প ও উপন্যাসের প্রতি তার গভীর আগ্রহ ছিল। ক্লাসের ফাঁকে লুকিয়ে গল্পের বই পড়ার কারণে গুরুজনদের রাগও সহ্য করতে হয়েছে বহুবার, কিন্তু এই অভ্যাস কখনো ত্যাগ করতে পারেননি। সমাপ্ত গল্পকে নিজের কল্পনায় নতুনভাবে রূপ দেওয়াও ছিল তার অন্যতম শখ।
স্কুলের গণ্ডি পেরিয়ে একসময় তিনি সোশ্যাল মিডিয়ার গল্পরাজ্যের সঙ্গে পরিচিত হন। সেখানে সবাই নিজেদের চিন্তাশক্তি প্রয়োগ করে নিজ লেখাকে আক্ষরিক রূপ দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেয়। সেই প্ল্যাটফর্মে ইলমাও তার কল্পনায় সাজানো গল্পগুলোকে লিখিত রূপ দিতে শুরু করেন। পাঠকদের থেকে আশানুরূপ সাড়া পেয়ে লেখালেখির প্রতি তার আগ্রহ আরও বৃদ্ধি পায়। এই ভালোবাসা থেকেই তিনি তার প্রথম বই ‘মায়ামৃগ’ প্রকাশ করেন, যা পাঠকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।