তোমরা কারা যারা রকস্টারের সিস্টেম হ্যাক করার সাহস রাখো…..”””
হ্যাকার দল এখন পরে গেছে মহা বিপাকে কি করবে সার্ভার অফলাইন করবে না রকস্টার এর সাথে কথা বলবে ।
এদিকে সময় পেরিয়ে যাচ্ছে…..
আবার স্ক্রিনে মেসেজ শো করছে
“”তোমরা কি চাও যে তোমাদের জেলের ঘানি টানাই””
বসঃএখন যাই হোক না কেন পুলিশের হাতে ধরা দেয়া যাবেনা আর রকস্টার হ্যাকার হিসেবে বেশি পরিচিত মানুষকে সাহায্য করার জন্য তাই ওনার সাথে কথা বলে বুঝিয়ে বললে মন্দ হয়না।
হ্যাকার ১ঃ হ্যা এটাই ঠিক হবে…
হ্যাকার ২ঃকিন্তু উনি কি কথা বলবেন…..
বসঃদেখা যাক….
বস টাইপিং শুরু করলো….
Am i talking To the most efficient hacker “RockStar”.
আমি কি সবচেয়ে দক্ষ হ্যাকার রকস্টার এর সাথে কথা বলছি?
Yeah, But you forget one thing that i’m dangerous also.
হ্যা কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছো যে আমি কিন্তু আবার ভয়ংকর
I know that very well. But you’re disturbing us in our work.
আমি সেটা খুবই ভালো ভাবে জানি কিন্তু আপনি আমাদের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন
hello listen you guys are hacking people’s money.
ওহে শোন তোমরা মানুষের টাকা চুরি করছো..
আপনার হয়তো জানা দরকার যে আমরা চুরি করা টাকার ১% ও নিজেরা খরচ করি নি ।সব অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি।
দেশপ্রেমিক?
সেটা আপনি বলতে পারেন কিন্তু আমরা সাধারন মানুষের কোন ক্ষতি করিনা ।
চালিয়ে যাও আর ভুলেও আমার পরিচয় জানতে এসোনা।
মনিটর স্ক্রিন আবার স্বাভাবিক হয়ে যায়।
হ্যাকার দলের সবাই যেন হাফ ছেড়ে বাচলো।
এইদিকে,
জিসানঃতোরা শুধু শুধু প্যেনিক হচ্ছিলি এরা খুবই সাধারন হ্যাকার আমরা যা করে থাকি এরাও তাই করে কিন্তু আমরা সতর্কতার সহিত আর এরা অসতর্কভাবে।
অর্কঃহুমম কিন্তু ওদের সার্ভার এখনো আমাদের কন্ট্রলে ।
নিলয়ঃকন্ট্রোল ছেড়ে দে।
জিসানঃহুমম কিন্তু ওদের সার্ভার লোকেশন টা নোট করে রাখ পরে কাজে আসবে।
অর্কঃহুমম ।
জিসানঃওদের সার্ভার এড্রেস কোন দেশের?
সাকিবঃবাংলাদেশ।
জিসানঃবুঝিনা এরা কি নোবেলের তামাশা খাইছে নাকি।
নামছে হ্যাকিং করতে আর এই হ্যাকিং এর এইচ ও জানেনা।
সাকিবঃকেন?
জিসানঃওদের ফায়ারওয়্যাল আর সিস্টেম দেখছিস একেবারে দুর্বল আর এরা নামছে সমাজ সেবা করতে।
অর্কঃহুমম একটা কাজ করলে হয়না আমরা যদি ওদের সিস্টেম আপগ্রেড করে দেই?
জিসানঃকথাটা মন্দ বলিস নি…
এক কাজ কর আমরা গত মাসে আমাদের সিস্টেমের লাস্ট ভার্সন এর আগের টা একটা ফাইলে প্যাক কর……
সাকিবঃহয়ে গেছে….
হ্যাকার দল রকস্টার এর কাছ থেকে ঐরকম ব্যাবহার আশা করেনি কিন্তু এর বিপরীত টাও আশা করেনি।
সারা সাইবার ওয়ার্ল্ড রকস্টারের এই গুনটি সমপর্কে জানে কিন্তু রকস্টার যে কতটা ভয়ংকর সেটাও জানে….
হ্যাকার দলের হ্যাকাররা সবকিছু গোছগাছ করছিলো সার্ভার অফলাইন করবে বলে তখনি একটা এলার্ট দেখায় যে একটি মেসেজ এসেছে…
হ্যাকার দলের লিডার গিয়ে মেসেজটি ওপেন করে ভেতরে লেখা
“A small gift from Rockstar”
নিচে একটা লিংক দেয়া আর তার নিচে লেখা চালিয়ে যাও আর কোন সাহায্য প্রয়োজন হলে আমাকে স্মরন করো……
লিংকটি ওপেন করা হয় ভেতরে একটি ফাইল শো করে নাম
“Black Panther 2.0”
ফাইলটি ওপেন করে দেখতে পায় তাদের সিস্টেম এর থেকে হাজারগুন উন্নত একটি সিস্টেম….
হ্যাকার গার্ল তো খুশিতে লাফাতে থাকে সে ভাবতে পারেনি রকস্টার এর কাছ থেকে এরকম কোন গিফট পাবে……..
হ্যা এতোক্ষন যে হ্যাকার দলের কথা বলছিলাম না ওরা সবাই মেয়ে।
কিন্তু পরিচয় এখন বলবো না সময় হলেই জানতে পারবেন।
হ্যাকার ১ঃ ও মাই গড ও মাই গড এতো উন্নত সিস্টেম দিয়ে তো আমরা প্রায় গোস্ট হয়ে যাবো।
এখন তো বেশি পরিশ্রম করতে হবেনা ।
হ্যাকার ২ঃহ্যা এটা ঠিক যে সিস্টেম টা অনেক উন্নত কিন্তু ভুলে যাসনা যে এর ক্রিয়েটে কিন্তু রকস্টার নিজেই।
সো পুরা দুনিয়ার কাছ থেকে লুকাতে পারলেও রকস্টার এর কাছ থেকে লুকাতে পারবোনা।
হ্যাকার বসঃতো কি হয়েছে উনি তো আর আমাদের শত্রু না ।
আমার মনে হয় যে আমরাই প্রথম যারা ওনার কাছ থেকে এতো বড় সাহায্য পেলাম লাভ ইউ রকস্টার
হ্যাকার১ঃ কিরে রকস্টার এর প্রেমে পড়ে গেলি নাকি?
তখনি মনিটরে আবার কিছু লেখা ভেসে উঠে……
.
চলবে….
লিখেছেনঃ RaFsan Ahmed Sabbir