তিতিরঃ কি হলো স্যার আপনার মাথা ঘুরছে??
ওয়েট আপনার সব সন্দেহ ক্লিয়ার করছি।
“সেদিন পার্টিতে আমি শাড়ি ঠিক করার জন্য আমি আপনার রুমে যায়।হটাৎ একটা ফোন আসে।
অতীত…….. মাস্টার মাইন্ড
কিরে কার ফোন বাজছে?
এটা কার ফোন(মোবাইল হাতে নিয়ে)
ওহহ মনে পড়েছে এটা তো মিনিস্টার স্যার এর ফোন। এক কাজ করি কলটা ধরে দেখি।।
তিতির কল টা ধরলো কিন্ত কিছু বলার আগে অপরপাশ থেকে বলতে শুরু করলো-
” স্যার ঐ লোক তো মারা গেছে। তার ভাই আসছে, বলছে টাকা না দিলে সবাইকে বলে দিবে আপনি টাকা দিয়ে নকল হামলা প্লান করেছেন।আর আপনি যে ডেভিল তাও বলে দিবে কি করবো এখন?স্যার!স্যার!
তিতির ফোনটা রেখে দিলো। মাস্টার মাইন্ড
তিতিরঃ তার মানে মিনিস্টারই ডেভিল।আমাকে সবাইকে বলতে হবে।
তিতির বাইরে গেলো কিন্তু কাউকে বলতে পারছেনা।
এরপর মিনিস্টার যখন বললো কার৷ কি ইচ্ছা তা শুনে তিতির বললো
“উনি এটা কেনো জানতে চাইছে?এটায় ডেভিল এর কোনো প্লান নেই তো?
নাকি উনি আমাদের ইচ্ছা জেনে কাউকে লোভ দেখাবেন।না না আমাকে কিছু করতে হবে।
তাই আমি ইচ্ছা করে তখন বললাম আমার টাকা দরকার। মাস্টার মাইন্ড
এরপর আমি পার্টি থেকে বাইরে এসে সবাইকে জানাবো ভাবলাম কিন্তু সবাই যার যার কাজে চলে গেলো।তাই ভাবলাম সবাইকে একসাথে জানাবো। এই জন্য আমি বাসায় গিয়ে সবাইকে কনফারেন্স কল দিলাম।
সবাই আসলো কলে…
আকাশঃ কি হয়েছে তিতির সব ঠিক আছে
তিতাসঃ আর ইউ অলরাইট তিতির? এতো রাতে?
তিতিরঃ স্যার আমি জানতে পেরেছি ডেভিল কে?
নীলঃ ওয়াট!!!! মাস্টার মাইন্ড
তিতিরঃ হুমমম।এরপর তিতির সব বললো।
শুভঃ তাহলে আজই আমরা মিনিস্টার কে গ্রেফতার করবো।
তিতাসঃ ওয়েট ওয়েট এখন না।।
প্রিয়াঃ মানে??
তিতাসঃ হুমম উনি একজন বড় মন্ত্রি। উনাকে একইউজ করতে আমাদের প্রৃমান লাগবে?আর যা আমাদের কাছে নেই।
নীলঃ তাহলে?
তিতাসঃ আমাদের একটা ট্র্যাপ করতে হবে।তিতির এর কথা অনুযায়ী মিনিস্টার ওকে লোভ দেখানোর ট্রাই করতে পারে আর আমরাও তাই করবো।মিনিস্টার ভাববে তিতির ওর পেয়াদা কিন্তু তিতির আমাদের কাজ করবে।
তিতিরঃ একদম ঠিক স্যার। এটাই হবে। মাস্টার মাইন্ড
বর্তমান……..
তিতিরঃ এরপর কিছুদিন পরই আপনি আমাকে অফার দেন। আমিও প্লান অনুযায়ী মেনে যায়।
এরপর যা হয় সব প্লান অনুযায়ী। মাস্টার মাইন্ড
মিনিস্টারঃ তাহলে তুমি যে আমাকে প্রত্নতাত্তিক জিনিসগুলার তথ্য দিলা তা কি ছিলো?
তিতাসঃ হাহাহা ডেভিল তোমার এখনো মনে হচ্ছে ঐসব জিনিস আসল ছিলো
মিনিস্টারঃ মানে?
আকাশঃ আমি বলছি তিতির তোমাকে সব ঠিক বলেছে।আমরা দুটো ট্রাক নিয়েছিলাম।একটা আসল আরেকটি নকল শুধু তোমাকে আমরা এক্সচেঞ্জ করে বলেছি যে ট্রাকে তোমরা হামলা করেছিলে ঐটা নকল।আসল ট্রাক প্রিয়ারা নিয়েছিলো।
তিতাসঃ আমরা ইচ্ছা করে করেছি।যাতে তোমরা নকল জিনিসে নজর দিতে দিতে আসল আসল জিনিস নিরাপদে চলে যাক।
মিনিস্টারঃ😡😡😡😡😡
প্রিয়াঃ এরপর এর কাহিনী আমি বলি।
আমরা যখন জানলাম শামীম স্যার এর উপর হামলা করতে পারেন তখনই আমরা প্লান করি এবার আপনাকে হাতেনাতে ধরবো আর তাই এসব করলাম।আপনার সাথে তিতির প্লান করে আমাদের সবাইকে মারার।আমাদের এই প্লান সবাই জানতো আপনি বাদে।তিতির যখন আমাদের গুলি করে তখন আমরা সবাই বুলেট প্রুফ জ্যাকেট পড়েছিলাম যার কারনে আমাদের কিছু হয়নি।
মিনিস্টার ঃ কিন্তু তোমাদের উপর তো আ…আমার লোকের নজর ছিলো তাহলে……
তিতাসঃআসলে স্যার আপনি ভুলে যাচ্ছেন আমরা সিবিআই অফিসার। আমরা জানি দুশমনদের কিভাবে হেনস্তা করতে হয়।
শুভঃ তো স্যার কেমন দিলাম 😂😂😂😂😂😂
মিনিস্টারঃতোমরা ভালো করনি এর শাস্তি তোমরা পাবে।
তিতাসঃ তা পরে দেখা যাবে আপনি জেলে যান তার আগে। মাস্টার মাইন্ড
অফিসার্স এই লোককে নিয়ে যাও। একে তো এমন শাস্তি দেওয়া হবে।
অফিসাররা মিনিস্টারকে নিয়ে্ যাচ্ছিলো।
তিতাসঃতিতির আই মাস্ট সে তুমি অনেক ভালো কাজ করেছো।আর আমাদের মারার নাটকটাও খুব ভালো করেছো।এক সময় তো আমার মনে হলো সত্যি সত্যি তুমি ভিলেন হয়ে গেলে।
তিতিরঃস্যার!!কি বলেন।আপনারা জানেন আমার কি কষ্ট হয়েছে৷ আপনাদের মারতে গিয়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম । তিতির এখন কান্না করে দিবে এমন মনে হচ্ছে।
প্রিয়াঃওলে ওলে আমার বেসটু।
তিতিরঃপ্রিয়া সর!!!
আহহহহহহহ!!! মাস্টার মাইন্ড
সবাই চমকিত কি হলো।
সবাই খেয়াল করলো তিতির এর বুক থেকে রক্ত ঝরছে।।
আসলে মিনিস্টার কে নিয়ে যাওয়ার সময় ও অফিসার এর গুলি নিয়ে স্যুট করে আর তিতির এর গুলি লাগে।
অফিসার মিনিস্টার কে মেরে গুলি ছিনিয়ে নেয় আর ওকে ধরে নিয়ে যায়।
তিতির মাটিতে পড়ে যেতে লাগলে তিতাস ধরে ফেলে।
তিতাসঃ তিতির!!!তিতির!!
তিতিরঃ আহহহহ(ব্যাথায় কাতরাচ্ছে)
তিতাসঃ প্লিজ স্টে৷ উইথ মি তিতির চোখ খোলা রাখো তিতির।
সবাই কান্না করছে।
তিতিরঃ স্যার আমি…..
তিতাসঃ তিতির তুমি আমাকে ছাড়তে পারো না। আমি তোমাকে যেতে দিবো না।তুমি আমার সাথে থাকবা।
তিতিরঃ😭😭😭😭
তিতাসঃ আই লাভ ইউ তিতির প্লিজ ডোন্ট লিভ মি।
তিতাস তিতিরকে কোলে তুলে নিলো।
তিতাস দৌড়াচছে।সবাই ওর পিছনে।
.
.
চলবে…………….
লিখেছেনঃ নিলাঞ্জনা রহমান