তিতিরঃস্যার আমার মনে হয় আপনি ভুল ভাবছেন।
তিতাসঃকি বলতে চাও।
তিতিরঃস্যার আমি শুধু আপনার কথা বলছিনা। আমাদের টিম6 তৈরী করেছে আফতাব স্যার আর স্যার আমাদের দেখে শুনে সিলেক্ট করেছে।তাই আমার মনে হয় না আমাদের কেউ এমন করতে পারে।
আকাশঃআমারও মনে হয় স্যার তিতির ঠিক বলেছে।
শুভঃ জি স্যার।আমারও মনে হয়।
তিতাসঃহুমমম তা ঠিক তবে আমাদের বের করতে হবে কিভাবে ইনফরমেশন লিক হলো।
নীলঃজি স্যার।
২দিন পর…………………………………..
সবাই কনফারেন্স রুমে……
আফতাবঃ আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি।
ওকে স্যার!!
আফতাবঃইনি হলো আমার বন্ধু শামীম রহমান। বাংলাদেশ বর্ডার গার্ড এর হেড।
আমাদের দেশের বর্ডার গার্ডদের কিছু কনফিডেনশিয়াল ইনফরমেশন তার কাছে রয়েছে।যা কোনো ভুল হাতে গেলে দেশের অনেক বড় ক্ষতি হবে।কিছুদিন আগে আমার বন্ধুর উপর হামলা হয় এই ইনফরমেশন এর ব্লু প্রিন্ট এর জন্য। সেদিন ও অনেক কষ্ট করে নিজের লাইফ বাচিয়েছে।কিন্তু ওর মনে হচ্ছে দুশমন দল তার উপর নজর রাখছে। আর শামীম এই তথ্য এক নিরাপদ জায়গায় রেখেছে।আর শামীম কোনোভাবে আমাদের কাছে আসতে পারছেনা।কারন শামীম এর উপর নজর রাখা হচ্ছে। তাই শামীম অনেক কষ্ট করে আমাকে জানিয়েছে। সামনে ওর মেয়ের বিয়ে।যেখানে অনেক মানুষ আসবে আর ওখানে এই তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের ওখানে যেতে হবে আর নিরাপদে তথ্য এখানে আনতে হবে।
তিতাসঃ স্যার তা তো বুঝলাম।আমার কবে যাবো।
আফতাবঃকালকে। তবে তোমরা এভাবে যেতে পারবে না।
তিতিরঃএভাবে মানে???
আফতাবঃহুমম আমি বলতে চাই তোমরা অফিসার হিসেবে যেতে পারবে না।
নীলঃতাহলে আমরা কিভাবে যাব?
শুভঃ হুমম স্যার কিভাবে যাব?
আফতাবঃতোমরা ছদ্মবেশে যাবে।
তিতাসঃমানে????
….হুমমম।আমার সন্দেহ ডেভিল আসবে ওর মেয়ের বিয়েতে আর চুরি করার ট্রাই করবে। আর আমরা যদি ইউনিফর্ম এ যায় ওরা সাবধান হয়ে যাবে আর আমরা ওদের ধরতে পারবো না।
প্রিয়াঃস্যার তা তো বুঝলাম কিন্তু আমরা কি সেজে যাবো?
আফতাবঃতোমরা একটা ফ্যামিলি হয়ে যাবে।
নীলঃমানে???
আফতাবঃযেমন তিতাস আর তিতির হাসবেন্ড , ওয়াইফ। নীলা আর প্রিয়া তোমার শ্বশুর শ্বাশুড়ি। আর শুভ আকাশ তোমার দেবর তিতির। তোমরা ফ্যামিলি হিসেবে যাবা।
প্রিয়াঃস্যার!!!!😩😩আমি আর শাশুড়ি স্যার আমি তো এখনো বিয়াও করলাম না।
নীলঃস্যার আমি শ্বশুড়!!!!
আফতাবঃযা বলেছি তাই হবে নো কুইসশন।
তিতিরঃ কিন্তু স্যার আমি???
..তিতির আমি যা বলেছি তাই হবে।
ইজ দ্যাট ক্লিয়ার??
ইয়েস স্যার।
বিকালে……
সবাই প্রেকটিস রুমে আছে। কালকের জন্য তৈরী হচ্ছে। ডায়লোগ বলছে।
।আকাশঃপ্রিয়া কি হলো তোমার মন খারাপ কেনো?
প্রিয়াঃস্যার গো আমার মনে অনেক দুঃখ😭😭😭😭😭😭😭😭
শুভঃ কেনো কি হয়েছে।
প্রিয়াঃস্যার আমি ক্লাস টু থেকে বুড়ির রোল করছি। স্কুল।,কলেজ সব অনুষ্ঠানে বুড়ির রোল করতাম আর আজও তাই হলো আআআআাআআআআআআআআআআ
নীলঃআরে হয়সে আর কান্না করো না।
আমি তো খুশি তোমার বুড়ো হতে পেরেছি।(মনে মনে)
তিতিরঃহুমমম কি আর করবি বল।
তিতাসঃহুমমম আসলেই আমাকে ওর জামাই হতে হলো।(যদিও ভালো লাগছে)
তিতিরঃউমমম যেমনে বলতাসেন আমি মনে হয় আপনার বৌ হয়ে লুঙি ডান্স দিতাসি।
শুনোন কাজ না হলে আমি তো আপনার শালীও হতাম না।
তিতাসঃওয়েট করো তোমাকেই বৌ বানাবো(মনে মনে)
হুুু আসছে।
শুভঃ আচ্ছা প্রেকটিস শুরু করা যাক?
নীলঃ হুমমমম।
পরেরদিন………………….
.
.
চলবে…………
লিখেছেনঃ নিলাঞ্জনা রহমান