লিংকটি ওপেন করা হয় ভেতরে একটি ফাইল শো করে নাম
“Black Panther 2.0”
ফাইলটি ওপেন করে দেখতে পায় তাদের সিস্টেম এর থেকে হাজারগুন উন্নত একটি সিস্টেম….
হ্যাকার গার্ল তো খুশিতে লাফাতে থাকে সে ভাবতে পারেনি রকস্টার এর কাছ থেকে এরকম কোন গিফট পাবে……..
হ্যা এতোক্ষন যে হ্যাকার দলের কথা বলছিলাম না ওরা সবাই মেয়ে।
কিন্তু পরিচয় এখন বলবো না সময় হলেই জানতে পারবেন।
হ্যাকার ১ঃ ও মাই গড ও মাই গড এতো উন্নত সিস্টেম দিয়ে তো আমরা প্রায় গোস্ট হয়ে যাবো।
এখন তো বেশি পরিশ্রম করতে হবেনা ।
হ্যাকার ২ঃহ্যা এটা ঠিক যে সিস্টেম টা অনেক উন্নত কিন্তু ভুলে যাসনা যে এর ক্রিয়েটে কিন্তু রকস্টার নিজেই।
সো পুরা দুনিয়ার কাছ থেকে লুকাতে পারলেও রকস্টার এর কাছ থেকে লুকাতে পারবোনা।
হ্যাকার বসঃতো কি হয়েছে উনি তো আর আমাদের শত্রু না ।
আমার মনে হয় যে আমরাই প্রথম যারা ওনার কাছ থেকে এতো বড় সাহায্য পেলাম লাভ ইউ রকস্টার
হ্যাকার১ঃ কিরে রকস্টার এর প্রেমে পড়ে গেলি নাকি?
তখনি মনিটরে আবার কিছু লেখা ভেসে উঠে……
“এতো উত্তেজিত হওয়ার কিছু নেই
আমি শুধু একটু সাহায্য করলাম আরকি”
হ্যাকার গার্লদের বস টাইপিং করতে লাগলো….
আপনি এটাকে শুধু “একটু”সাহায্য বলছেন।
আপনি নিজেও জানেন না যে আপনি আমাদের কত বড় সাহায্য করলেন হ্যাকার গার্লসরা আপনার কাছে ঋনী হয়ে থাকবে।
ধন্যবাদ আমাকে না দিয়ে কাজের কাজ কিছু করেন তাতেই খুশি হবো….
অবশ্যই…
আমি আপনাদের কাজ কর্মের উপর নজর রাখবো….
হুমম,নিরাশ হবেন না আশা করি।
জিসানঃসাকিব আমাদের সিস্টেম এর ফায়ারওয়্যাল ওরা কতটুকু ব্রেক করতে পারছে….
সাকিবঃ১%
জিসানঃ১% কিভাবে সম্ভব ফায়ারওয়্যাল আরো আপগ্রেড করতে হবে…..
সাকিবঃউই আর অন ইট….
জিসানঃআচ্ছা তোরা কাজ কর আমি একটু ঘুমাই…
প্রচুর ঘুম আসতেছে….
অর্কঃওকে যা…..
জিসান ঘুমাতে চলে গেলো……
আর এইদিকে রকস্টারস রা লেগে পরেছে ফায়ারওয়্যাল আপগ্রেড করতে….
জিসানের ঘুম ভাংগে সকাল ১০ টায় পাশে চেয়ে দেখে অর্ক বাদে বাকি সবাই ছড়িয়ে ছিটিয়ে পাশের বেডগুলোতে শুয়ে আছে…..
জিসান সার্ভার রুমে গিয়ে দেখে অর্ক চেয়ারে বসে বসে ঘুমোচ্ছে…..
অর্কর মনিটরে পাবজি গেম চলতেছে
অর্ক আবার অনেক ভালো গেমার।
জিসান কাউকে না জাগিয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে…..
জিসান এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে….
সাইন্স বিভাগে….
ক্লাসরুমে যাওয়ার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খায়…..
জিসানঃসরি মিস আমি খেয়াল করিনি….
কথাঃআপনি খেয়ালটাই করেন কি?
জিসানঃসরি বললাম তো…
কথাঃআপনার সরির কাথায় আগুন সরুন তো সামনে থেকে……
জিসান কিছু না বলে সামনে থেকে সরে যায় মেয়েটি চলে যায়।
কিভাবছেন মেয়েটার ব্যাপারে…
মেয়েটার নাম কথা হোসাইন জুথি
ওর একক্লাস সিনিয়র বাট সেই লেভেলের ডেঞ্জারাস ।
কথার সাথে জিসানের ফেসবুকে পরিচয় হয়…
জিসান হ্যাকার কিন্তু এর পাশাপাশি ফেসবুকে গল্প লিখে
ফেসবুক সবাই তাকে #লেখকঃAA_SABBIR নামেই চিনে কথা মেয়েটিও ওর গল্পের প্রেমে পড়ে ওকে প্রপোজ করে কিন্তু জিসান ঝুলিয়ে রাখছে এখনো উত্তর দেয়নি…..
মেয়েটি চলে গেলে জিসান একটা মুচকি হাসি দিয়ে ক্লাসে চলে আসে…….
ক্লাসের এসাইনমেন্টগুলো কমপ্লিট করে বেড়িয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে…
বাড়িতে পৌছে জিসান বাবা মার সাথে টুকটাক কথা বলে রুমে যায়….
ল্যাপটপ ওপেন করে….
সাকিব কল দেয়ঃকিরে সালা আমাদের না নিয়েই কলেজে চলে গেলি কেন?
জিসানঃভাবলাম তোদের একটু ঘুমোতে দেই…
তাই আরকি….
সাকিবঃআচ্ছা রাতে আমি তোর সাথে থাকব কিন্তু…
জিসানঃআচ্ছা
জিসান কল কেটে দিয়ে দেখতে ল্যাপটপে হ্যাকার গার্লসদের এক্টিভিটি চেক করতে থাকে দেখতে পায় যে এখন পর্যন্ত অনেকগুলো ব্যাংক একাউন্ট থেকে টাকা সরিয়েছে তারা এমনভাবে সরিয়েছে যেন কেউ বুঝতেও না পারে….
তারা একদিনের ভেতরেই Black panther 2.0 এর ব্যাবহার মোটামুটি শিখে নিয়েছে…..
রকস্টার এর মেইল বক্সে কিছু মেইল দেখতে পায়…
মেইলগুলো হ্যাকারস গার্লদের তারা তাদের সকল কাজ কর্ম রিপোর্ট আকারে রকস্টার কে সেন্ড করেছে।
জিসান ওদের কাজকর্ম দেখে অবাক হয়ে বসে আছে।
প্রত্যেকটা হ্যাকিং কোথা থেকে কত টাকা কোন একাউন্টে সরিয়েছে সব ডিটেলস আকারে….
ওরা এমন ভাব করছে যেন ওদের লিডার রকস্টার…
নিচে লেখা রকস্টার আমরা আপনাকে আমাদের লিডার হিসেবে গ্রহন করলাম.
যেকোন কাজ শুধু অর্ডার করবেন আপনার সেবায় হাজির হবো…..
জিসানঃকেন করছো তোমরা এসব?
কারন আপনি আমাদের লিডার
কিন্তু এতো তারাতারি কাউকে লিডার মেনে নেওয়া কি ঠিক?
.
.
চলবে….
লিখেছেনঃ RaFsan Ahmed Sabbir