সাকিবঃফাইলগুলো ডিক্রিপ্ট হয়ে গেছে কিন্তু…….
এখানে কোন ডেটা নেই……
সব ডিলিট করা দেয়া হয়েছে……
জিসানঃভালো করে চেক কর….
সাকিবঃকিছুই নেই……
জিসানঃ কিভাবে ফাইল ও নিশ্চই থাকবে যদি না কেউ ডিলিট করে দিয়ে থাকে…..
অর্কঃদোস্ত সমস্যা তৈরী হইছে….
আমি আরেকটা ফাইল চেক করতেছিলাম…তক্ষনি কিছু ডিক্রিপ্ট ডেটা পাই….
কিন্তু কেউ একজন ফাইলগুলো ডিলিট করে দিয়েছে….
জিসানঃঠিক বলছিস তো….
যদি ওরা অনলাইন হয়ে থাকে…
তাহলে ওদের আইপি খুজে বের কর…
সাকিবঃঅন মাই ডিউটি
সাকিব কিবোর্ডে হাত চালাতে লাগলো….
কিছুক্ষন পর….
দোস্ত ওদের আইপিটা পেয়েছি কিন্তু প্রোটেক্টেড একটু পর পর লোকেশন চেঞ্জ করছে…..
জিসানঃএরা খুবই দক্ষ হ্যাকার এদের হালকা ভাবে নিসনা….
অর্কঃগাইজ…..
অনেক বড় প্রবলেম হচ্ছে…..
ওরা আমাদের সিস্টেম ওভাররাইড করার চেষ্টা করতেছে….
জিসানঃওহ ম্যান শিট…….
ওরা যদি আমাদের সিস্টেম হ্যাক করে ফেলে তাহলে..তো আমাদের
ঠিকানা পেয়ে যাবে…..
নিলয়ঃএখন তাহলে উপায়?
জিসানঃওরা আমাদের সিস্টেম হ্যাক করার আগে আমাদের ওদের সিস্টেম হ্যাক করতে হবে…..
সাকিবঃওদের অনেকগুলো আইপি ট্রেস হচ্ছে…
মনে হচ্ছে ওরা একা না…
অর্কঃতাহলে তো একটু কষ্টকর হবে কেননা নিলয় আর আমি তো এখনো লারনার আমরা ওদের সাথে পেরে উঠবো না…
সাকিব আর তুই সামলা….
জিসানঃব্যাপার না….
সাকিব আইপি গুলো আমাকে ফরোয়ার্ড কর….
সময় খুব কম…..
সাকিবঃহয়ে গেছে….
জিসান তার ব্যাগ থেকে তার তার পেনড্রাইভটা বের করে পিসিতে লাগালো….
আর কিবোর্ডে হাত চালাতে লাগলো……
ওদের সিস্টেম অনেক আপগ্রেডেড…
অনেক ফায়ারওয়্যাল প্রোটেকটেড…
একের পর এক ফায়ারওয়্যাল টপকে চলেছে…..
অন্যাদিকে হ্যাকারগোষ্ঠী….
বসঃকিরে কি হইছে….সিস্টেম ওয়ারনিং দেখাচ্ছে কেন….
হ্যাকার ১ঃ বস আমরা যে টাকাগুলো চুরি করেছিলাম….
ওই একাউন্ট গুলোতে কিছু ডিটেইলস ফেলে এসেছিলাম কেউ ঐগুলোকে ডিক্রিপ্ট করতেছিলো আমরা ওদের সিস্টেম হ্যাক করতে গিয়েছিলাম কিন্তু এখন আমাদের সিস্টেম হ্যাক করছে….
বসঃদেখি কে….
ও মাই গড “রকস্টার”
গাধীর বাচ্চারা তোরা আর কারোর সিস্টেম পেলিনা …..
সোজা “রকস্টারের”সিস্টেম হ্যাক করতে গেলি…..
হ্যাকার ২ ঃ কেন কি হয়েছে কে এই রকস্টার…..
যে ঘেমে একাকার হয়ে গেছিস…..
বসঃতোদের যম সারা সাইবারওয়ার্ল্ড সহ…..
ডার্ক ওয়ার্লড যার নামে কাপে সেই “রকস্টার”
হ্যাকার২ঃ এখন কি হবে…..
আমাদের পুলিশে দিবে নাতো?
[ঢোক গিলতে গিলতে]
বসঃকি আর হবে বাশ খাবো সবাই মিলে…..
সমাজ সেবার ভুত মাথা থেকে ঝেরে দিবে……
কেন যে তোরা ওনার সিস্টেম হ্যাক করতে গেলি……
হ্যাকার ১ঃ উনি তো অনেক বড় মাপের হ্যাকার আমাদের সিস্টেম হ্যাক করা তো ওনার কাছে……
কোন ব্যাপারি না
ওনার সাথে কথা বলে দেখলে কি হয়…..
বসঃকথাটা মন্দ বলিস নি….
এইদিকে…
জিসান তার কাজ চালিয়ে যাচ্ছে
আর মাত্র একটা ফায়ারওয়্যাল বাকি
ওদের সিস্টেম এখন জিসানের কন্ট্রোলে….
ঐদিকে….
হ্যাকাররা যেই তাদের সিস্টেম অফলাইন করবে তক্ষনি
তাদের মনিটরের স্ক্রিনে সামনে একটি লেখা ভেসে ওঠে..
“তোমরা কারা যারা রকস্টারের সিস্টেম হ্যাক করার সাহস রাখো…..”””
চলবে….
লিখেছেনঃ RaFsan Ahmed Sabbir